সোমবার, ৪ এপ্রিল, ২০১১

খাগড়াছড়িতে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব

৫ বছরে মারা গেছেন ২৫৩ জন, আক্রান্ত ৯৪ হাজার

খাগড়াছড়িতে গত ৫ বছরে প্রাণঘাতী রোগ ম্যালেরিয়ায় মারা গত ৫ বছরে মারা গেছেন ২৫৩ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ৯৪ হাজার লোক। খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ে গত ২৮ মার্চ সোমবার আয়োজিত ম্যালেরিয়া বিষয়ক এক এ্যাডভোকেসী সভায় এ তথ্য জানানো হয়। সভায় আরো জানানো হয়, তিন পার্বত্য জেলা ম্যালেরিয়া ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত। গ্লোবাল ফান্ডের সহযোগিতায় বাংলাদেশের ১৩টি ম্যালেরিয়াপ্রবণ অঞ্চলে সরকারের পাশাপাশি বিভিন্ন সাহায্যকারী সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সচেতনতা সৃষ্টি, সঠিক রোগ নিরূপণ আর যথাযথ চিকিৎসার মাধ্যমে ২০১৫ সালের মধ্যে আক্রান্ত ও মারা যাবার হার অর্ধেকে কমিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে। সভায় উপস্থাপিত তথ্যমতে, ম্যালেরিয়ায় খাগড়াছড়ি জেলায় ২০১০ সালে ১৩জন, ২০০৯ সালে ১২ জন, ২০০৮ সালে ৫৫ জন, ২০০৭ সালে ৯৯ জন এবং ২০০৬ সালে ৭৪ জন প্রাণ হারিয়েছেন। এ বছর বর্ষা মৌসুমে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব আরো বাড়তে পারে বলে জানিয়ে জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেয়া হয়। সিভিল সার্জন ডা. জালাল উদ্দিনের সভাপতিত্বে এ সভায় চিকিৎসক, সরকারী কর্মকর্তা, সাংবাদিক ও সেবাদানকারী বেসরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


তথ্যসূত্র: http://chtupdate.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন